।
আঃজলিল বিশেষ প্রতিনিধি
যশোরে বোরকা পরিহিত এক নারীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর চাঁচড়া চেকপোস্ট থেকে চম্পা বেগম (৩৮) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি অভিনব কায়দায় ফেনসিডিলের বোতল শরীরে লুকিয়ে নিয়ে আসছিলেন।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, চম্পা বেগম শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের আব্দুস সালামের স্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বেনাপোল থেকে ছেড়ে আসা একটি বাসে যশোরে আসেন।
বোরকা পরিহিত এই নারী চাঁচড়া চেকপোস্টে নামলে তার গতিবিধি তাদের সন্দেহ হয়। এ সময় তারা তাকে আটক করেন।
পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চম্পা বেগম তার কাছে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। এ সময় তিনি শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮ বোতল ফেনসিডিল বের করে দেন।
প্রেরক,
আঃজলিল
বিশেষপ্রতিনিধি
Leave a Reply