মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজ শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম সাখাওয়াত হোসেন (৭৫)। তিনি উপজেলার মহাস্থান এলাকার ব্যবসায়ী। তিনি আজ দুপুরে বগুড়া টিএমএসএস মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বগুড়া টিএমএসএস মেডিকেলের মুখপাত্র ডাঃ আব্দুর রহিম রুবেল জানান, গত ৪ আগষ্ট করোনা উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেদিন নমুনা পরীক্ষার তার ফলাফল পজেটিভ আসে এবং আজ ৮ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Leave a Reply