আরমান হোসেন, চট্টগ্রাম (আনোয়ারা)
ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহঃ) ও শেরে মিল্লাত মুফতি আল্লামা ওবায়দুল হক নঈমী (রহঃ) ছিলেন সু্ন্নীয়তের দিকপাল,সুন্নীয়ত রক্ষার কারিগর।হাশেমী (রহঃ) চট্টগ্রামসহ বিভিন্ন স্হানে প্রতিষ্ঠা করেছেন অসংখ্য মসজিদ,মাদ্রাসা ও খানকা।
আল্লামা নঈমী (রহঃ) হাত ধরে উঠে এসেছে অসংখ্য আলেম,ওলামা।সুন্নীয়তের একনিষ্ঠ খাদেম হিসেবে কাজ করেছেন তারা।সুন্নীয়তের অগ্রযাত্রায় তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই।যুগ যুগ ধরে তারা অমর হয়ে থাকবেন।গতকাল আহলে সুন্নাত ওয়াল জামা’আত বটতলী ইউনিয়নের স্মরণ সভায় একথা বলেন বক্তারা।
শুক্রবার (০৭ আগষ্ট) বিকাল ৩টায় বটতলীস্হ খানকায়ে তৈয়্যবীয়া তাহেরীয়ায় আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ,ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমী(রহঃ) ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর স্মরণ সভার আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বটতলী ইউনিয়ন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বটতলী ইউনিয়নের সভাপতি মাওলানা মনির আহম্মদ আনোয়ারীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ০৪ নং বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী,প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুহাম্মদ আবুল হোসেন,সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম,ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা বদরুজ্জামান নঈমী,অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন মাওলানা জিয়া উদ্দিন হাশেমী,ফজলুল করিম আমজাদী,মাওলানা আহম্মদ নুর আলকাদেরী,রফিকুল ইসলাম তৈয়্যবী,সৈয়দ আবু তালেব ফকির,আবুল কাশেম,কামাল উদ্দিন,যুবনেতা এমএ তাহেরসহ প্রমূখ।
মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিলের মাধ্যমে স্মরণ সভা শেষ হয়।
Leave a Reply