আরমান হোসেন, চট্টগ্রাম (আনোয়ারা) থেকে : জুলাই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষের সাথে সাথে সাগর পাড়ের জেলেরা মাছ ধরতে শুরু করে।রুপালি ইলিশের খোঁজে ছুটে চলে গভীর সমুদ্রে।এতে ঘটে বিপত্তি। বৈরি আবহাওয়ার কারণে সমুদ্রে প্রাকৃতিক দূর্যোগ ও দূর্ঘটনায় প্রতি বছর ট্রলার ডুবিতে নিখোঁজ হয় অনেক মাঝি-মাল্লা।
গত কয়েকদিনে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এতে ৪জন জেলে নিখোঁজ ও ১জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত (২১ জুলাই) মঙ্গলবার বঙ্গোপসাগরে কক্সবাজার সীমানায় রাত ৩ ঘটিকায় গভীর সমুদ্রে হযরত গরিব উল্লাহ শাহ্ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা ফকিরহাট এলাকার মৃত গোলাম ছোবহানের পুত্র মুহাম্মদ মুন্সি মিয়া (৪৮) নিখোঁজ হোন।
গত (০৫ আগষ্ট)বুধবার সকাল ৮ টায় বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের অদূরে ইলিয়াছ কোম্পানির আরেকটি ট্রলারডুবে যায়।এতে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (৩৫), একই গ্রামের মোহাম্মদ বাঁশির ছেলে কফিল উদ্দিন (৩০)। অপরজন বাঁশখালী উপজেলার হাটখালী এলাকার বাসিন্দা নিখোঁজ হোন।নিখোঁজের পর তাদের সন্ধান মিলেনি।
গতকাল শনিবার (০৮ আগষ্ট) সন্ধ্যায় স্থানীয় আবদুর রহমানের নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে এক যুবক।সে নৌকা থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচতে চাইলে নিখোঁজ হয়।
পরে দীর্ঘ তিন ঘন্টা খোঁজাখুঁজির পর ছিপাতলীর ঘাটে মৃত অবস্থায় তার লাশ সমুদ্র থেকে স্হানীয় জেলেরা উদ্ধার করে।নিহত যুবক উপজেলার গলাকাটা ঘাটে হাজিরপাড়া গ্রামের মোহাম্মদ চাপা’র পুত্র মো. মঞ্জুর আলম(২৫)।
সাগরে নিখোঁজ জেলেদের এখনো সন্ধান মিলেনি।নিখোঁজের স্বজনরা কেউ আশায় রয়েছেন,কেউ মারা গিয়েছেন বলে দুঃখে বুক ভাসাচ্ছেন।
Leave a Reply