আশিকুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় রবিবার সকালে জেলা পরিষদ কর্তৃক নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করেন কুষ্টিয়ার উন্নয়নের রূপকার ও বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ খ ম সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি‘র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা ।
এসময় মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, দেশের যেকোনো অপ্রীতিকর ঘটনায় সরকারের বিব্রত হওয়াটাই স্বাভাবিক। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।
Leave a Reply