ফিরোজ মাহমুদ, ফরিদপুর থেকে : গ্রামীণ ব্যাংক শিবচর শাখার স্বাস্থ্য ক্যাম্প ২০২০ এর কর্মসূচীতে সদস্য ও সদস্যের পরিবারের স্বাস্থ সেবা প্রদান করা সহ বিনামূল্যে ঔষদ সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম প্রিন্সিপাল অফিসার, অবলোকন ইউনিট যোনাল অফিস মাদারিপুর। এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, প্রোগ্রাম অফিসার অশোক শাহা,শাখা ব্যবস্থাপক আরিফা সুলতানা,নজরুল ইসলাম এরিয়া প্রতিনিধি,গ্রামীণ ব্যাংক, কর্মচারি সমিতি,শিবচর এরিয় ও শাখার সকল সহকর্মী।
Leave a Reply