বাবুগঞ্জ প্রতিনিধি :: বরিশাল বাবুগঞ্জে পুকুরে ডুবে ৬০ বছরের বৃদ্ধ মোঃ মুক্তাল হোসেন হাওলাদারের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব রহমতপুরে ডাঃ তপন চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।
মুক্তাল হোসেন হাওলাদার একই গ্রামের মৃত্যু ইসমাইল হোসেন হাওলাদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিনমজুর মোঃ মুক্তাল হোসেন হাওলাদার ডাঃ তপন চন্দ্রের বাড়ির পুকুরের কচুরিপানা পরিস্কার করছিলেন। সকাল ৯টার দিকে সকালের খাবার নিয়ে পুকুর পাড়ে আসে তপন চন্দ্রের স্ত্রী । এসময় তাকে পুকুরের পাশে ভাসতে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে তার লাশ উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। চিকিৎসারত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। তিনি কখন কিভাবে ডুবে যান তা কেউ দেখেননি। ধারনা করা হচ্ছে কচুরিপানা পরিস্কার করার সময় অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয়।”
Leave a Reply