রিয়াজুল হক সাগর, রংপুর থেকে : রংপুরে চুরির অভিযোগে এক নৈশ প্রহরী তছলিম উদ্দিনকে (৫০) কে গণপিটুনি দিয়েছে লোকজন। এতে গুরুতর আহত ওই নৈশ প্রহরী ৯ আগষ্ট শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। যান। গণপিটুনীর ঘটনাটি মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে শনিবার ভোরররাতে ঘটে। চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাছলিম উদ্দিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী গ্রামের মৃত. নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার শঠিবাড়ী হাটে গালামাল পট্টিতে নৈশ প্রহরী হিসেবে কাজ করেন তছলিম উদ্দিন। বাজারের সাহেব আলী নামে একজনের গালামাল দোকানে চুরি হওয়ার সময় স্থানীয়রা এক চোরকে আটক করেন। আটক চোর রমজান আলী (১৪) পীরগঞ্জ উপজেলার জীবনানন্দ গ্রামের মোকছেদ আলীর ছেলে।
উপস্থিত লোকজনকে ওই চোর জানায়, ‘নৈশ প্রহরী তছলিমও চুরির সাথে জড়িত।’ স্থানীয় জনতা দোকানের একটি খুঁটির সাথে নৈশ্য প্রহরী তছলিম ও রমজান আলীর হাত-পা বেঁধে গণপিটুনী দেয়।এতে তছলিম উদ্দিন গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।
মিঠাপুকুর থানা ওসি জাফর আলী বিশ্বাস বলেন, দোকান চুরির ঘটনায় একটি এবং গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। দুটি মামলার তদন্ত শুরু করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।
Leave a Reply