আরমান হোসেন, চট্টগ্রাম (আনোয়ারা) প্রতিনিধি : চট্রগ্রাম আনোয়ারা উপজেলার উপকূলীয় অঞ্চল রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবার মাঝে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিঃ পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ( ৮ ই আগস্ট) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদের মিলনাতয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ,
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ,রায়পুর ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম, চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের (সিইআইজেড) সহকারী পরিচালক মোঃ ইয়াসিন আরফাত সাজ্জাদ, বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরী।
এতে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিঃ এর সহায়তায় উপকূলীয় ৮ ও ৯ নং ওয়ার্ডে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার করে তৈল বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ আগামী বর্ষা মৌসুমের আগেই বেড়িবাঁধের কাজ শতভাগ সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন।তিনি বলেন এই বছরের পর আর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করবে না।দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
Leave a Reply