1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম ইস্পাহানীয়ানস্’৮৫ মিলন মেলা পালিত।

বাবুগঞ্জ প্রেসক্লাব’র নির্বাচন কমিশনারসহ ৪ জনকে শোকজ নোটিশঃ

  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৭০ বার

 

সংবাদদাতা ঃ

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২০ এর নির্বাচন কমিশনার সহ ৪জনকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে আদালত। গতকাল বাবুগঞ্জ সহকারী জজ আদালত এ আদেশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির ১৫দিনের মধ্যে বিবাদীদের কারন দর্শানোর সময় সীমা বেধে দিয়েছে আদালত। বাদী পক্ষে শুনানী করেন অ্যাড. আজাদ রহমান। উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচনের ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে থেকে জানা যায়, চলতি মাসের ২৪ তারিখে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্ধীতা করে। নির্বাচনী ফলাফলে সাধারণ সম্পাদক প্রার্থী মো: শফিকুল ইসলাম ১১ ভোট, সাইফুল ইসলাম ৮ ভোট পায়। সাইফুল ইসলাম’র একই ব্যালটে ২টি করে সিল দেওয়ায় আরো ২টি ব্যালোট রয়েছে যা আইনত বাতিল বলে গন্য হওয়ার কথা। নির্বাচনে দ্বায়িত্ব পালন কারীরা ডাবল সিল দেয়া ব্যালট বাতিল না করে সাইফুল ইসলাম’র প্রাপ্ত আট ভোটের সাথে ২ ভোট যোগ করে ফলাফল ঘোষণা করেন। যেখানে সাইফুল ইসলাম ১০ ভোট পেয়েছেন মর্মে সকল ঘোষণা পত্র ও কাগজপত্র তৈরী করেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে সফিকুল ইসলাম ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মর্মে মৌখিক ঘোষণা দেন। পরবর্তীতে নামাজের বিরতীর অযুহাতে নির্বাচনী দায়িত্ব পালনকারীরা শফিকুল ইসলাম’র প্রাপ্ত একটি ভোট কমিয়ে ১০ ভোট পেয়েছেন মর্মে নতুন ফলাফল ঘোষণা করেন। এসময় শফিকুলের একটি ভোট কি কারণে বাতিল হল জানতে চাইলে নির্বাচন কমিশন কোন প্রকার সধৌত্তর না দিয়ে শফিকুল ও সাইফুলকে ভাগাভাগের মাধ্যমে দ্বায়িত্ব পালনের আহবান জানান। নির্বাচন পরবর্তী সময় সাইফুল সমর্থকরা বিভিন্ন যায়গায় বলে বেড়ায় যে ভাবেই হোক নির্বাচনে আমরা বিজয় লাভ করেছি। এমন কথায় ও নির্বাচনী দায়িত্ব পালনকারীদের কর্মকান্ডে গোটা নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হয়। প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রশাসনিক ও সুশিল সমাজের ভিতর কানাঘুষা শুরু হয়ে গেছে।নির্বাচনী সঠিক ফলাফল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালনকারীদেকে শফিকুল ইসলাম বার বার অনুরোধ করার পরেও তারা এ ব্যাপারে উদাসীন ছিলেন। তাই আদালতের স্মরনাপন্ন হয়েছে শফিকুল ইসলাম। বুধবার (২৯-০৭-২০২০) বরিশাল বাবুগঞ্জ সহকারী জজ আদালতে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাদী হয়ে নির্বাচন কমিশনসহ ৫জনকে বিবাদী করে মামলা দায়ের করছেন। মামলার দেওয়ানী মোকাদ্দমা নং ৫৫/২০২০। বিবাদীরা হলো মো: সাইফুল ইসলাম, জহিরুল হাসান অরুন, রফিকুল ইসলাম, এইচ এম জসিম উদ্দিন, মো: আরিফুর রহমান। এব্যাপারে শফিকুল ইসলাম বলেন,‘ ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি। আদালতের সিদ্ধান্ত আমি মেনে নিবো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..