আঃজলিল, যশোর থেকে :যশোরের মণিরামপুরে বিষধর (পাথুরে কালাস) সাপের কামড়ে হামিম নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার (৯ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কদমবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের ইয়াসিন হোসেনের ছেলে।
ইয়াসিন হোসেন বলেন, রাত সাড়ে আটটার দিকে হামিমকে নিয়ে আমার স্ত্রী ঘরে খাটের উপর শুয়ে ছিলেন। হঠাৎ নড়াচড়া দিয়ে ওঠে হামিম। তখন খাটের উপর থেকে একটি সাপ নেমে যেতে দেখা যায়। ছেলেকে সাপে কেটেছে ভেবে রাতে তাকে বিভিন্ন কবিরাজের বাড়ি নিয়ে যাই। সবাই বিষ নেই বলে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন।পরে রাত আড়াইটার দিকে হামিমের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে সোমবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম শিশুটির বাড়ি গিয়ে স্বজনদের সমবেদনা জানান। এসময় তিনি পরিবারটিকে সরকারিভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
Leave a Reply