1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম ইস্পাহানীয়ানস্’৮৫ মিলন মেলা পালিত।

মনোহরগঞ্জের শাকতলায় সাহাবুদ্দিনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসী

  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ২১১ বার

 

জামাল উদ্দিন স্বপন
কুমিল্লার মনোহরগঞ্জে সাহাবুদ্দিন নামে এক যুবক ও তার পরিবারের সদস্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাহাবুদ্দিন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শাকতলা গ্রামের আবুল কাশেমের ছেলে। অভিযোগ রয়েছে, তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলায় একই গ্রামের সাইদুল হক ওরফে সাদু নামে এক ব্যক্তির পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এছাড়া শাহাবুদ্দিনের নেতৃত্বে স্থানীয় বাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাট এবং এলাকার মানুষকে মারধরের একাধিক অভিযোগ রয়েছে। শাহাবুদ্দিনের নেতৃত্বে চালানো এমন একটি হামলার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে, এসব ঘটনার প্রতিবাদে সোমবার (১০ আগস্ট) দুপুরে শাকতলা গ্রামে এক সংবাদ সম্মেলন করেছেন ওই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ভুক্তভোগী সাইদুল হক সাদু।
সংবাদ সম্মেলনে সাইদুল হক অভিযোগ করেন, পিতার প্রশ্রয়ে শাহাবুদ্দিন ও তার ভাইয়েরা মিলে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে দীর্ঘদিন ধরে। তারা বিভিন্ন সময় আমাদের কাছে চাঁদাও দাবি করেছে। এসব ঘটনার প্রতিবাদ করায় গত ৩ জুলাই সকালে শাহাবুদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে আমার ঘরে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে আমার ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে। ওই সময় আমাদের বাঁচাতে আসলে সন্ত্রাসীরা আমার ভাবি চাঁন বানুর (৬০) মাথায় এবং আমার নাতি সাকিবের কপালে-নাকে কোপ দেয়। এছাড়া আমার প্রতিবেশী হাবিবুর রহমানের হাতে-বুকে কোপ দেয় এবং তার ছেলে শাকিলের পায়ের রগ কেটে ফেলে তারা। এরপর ওই সন্ত্রাসীরা শাকতলা বাজারে গিয়ে ৫/৬ টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। এজন্য বাজারের এক ব্যবসায়ীও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এছাড়া সেদিন পথিমধ্যে কয়েকজন গ্রামবাসীকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে তারা।
সাইদুল হক আরও বলেন, বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় শাহাবুদ্দিন, তার ভাই সালেহ আহমদ, মোহন, তার পিতা আবুল কাশেম, কাশেমের ভাতিজা রাকিব, আলমগীর হোসেন, শাহাবুদ্দিনের সহযোগী সন্ত্রাসী আরিফ ও মনিরকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এসব সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করেনি। যার কারনে তারা আরো বেপরোয়া হয়ে উঠছে।
তিনি আরও বলেন, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও মামলা থেকে নিজেদের বাঁচাতে শাহাবুদ্দিনের হাতের আঙুল তারা নিজেরা কেটে ফেলে আমার পরিবারের সদস্যসহ মোট ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ তাদের গ্রেফতার না করে উল্টো আমাদের নিরীহ লোকজনকে গ্রেফতার করাসহ হয়রানি করছে। আর আমাদেরকে মামলা প্রত্যাহারের জন্য সন্ত্রাসীরা হুমকি দিয়ে যাচ্ছে। আবুল কাশেম গতকাল রোববারও কুমিল্লার আদালতে প্রকাশ্যে আমাকে হুমকি দিয়ে মামলা প্রত্যাহার করতে বলেছে। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাই প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
এদিকে, এসব অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত শাহাবুদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে তার পিতা মো.আবুল কাশেম এসব অভিযোগ অস্বীকার করেছেন। কাশেম দাবি করেন, তিনি এবং তাঁর ছেলেদের বিরুদ্ধে করা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারাই (অভিযোগকারীরা) আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এসব প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, এসব ঘটনায় দুই পক্ষই থানায় মামলা করেছে। ইতিমধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছে। আবার অনেক আসামী জামিনে এসেছে। মামলাগুলোর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ছবি-১ঃ সন্ত্রাসীদের হামলার চিত্র ও ভিডিও।
ছবি-২ঃ সন্ত্রাসীদের হামলায় আহত কয়েকজন।
ছবি-৩ঃ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সাইদুল হক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..