1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গবন্ধু বাঙালি চেতনার এক অনন্য প্রতিষ্ঠানের নাম: ড.কলিমউল্লাহ আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম

শ্রেষ্ঠ বিদ্যাপীঠে শ্রেষ্ঠ নেতৃত্ব”

  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৩৪৫ বার


উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ২০০৮ সালে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি নানাবিধ প্রতিকূলতা, সেশনজট, নিয়োগ বাণিজ্য ও নেপটিজমের দুর্নাম গ্রস্থ হয়েই চলছিলো। এমন অবস্থায়, ২০১৭ সালের ১৪ই জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান গ্রেড -১ অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর সাবেক উপ-উপাচার্য, প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ,বিএনসিসিও স্যার। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের দুর্নাম সম্পূর্ণভাবে মুছে ফেলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে যোগ হয় এক নতুন গতিশীলতা ।

তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম, নতুন যোগদানকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করেন যা বর্তমানে মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বিশ্বাস করেন প্রশিক্ষণের মাধ্যমেই দক্ষ কর্মশক্তি তৈরি হয় এবং দক্ষ কর্মশক্তিই পারে বিশ্ববিদ্যালয়ে গতিশীলতা আনতে। বাংলাদেশ সরকারের নেয়া ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের অংশ হিসেবে, বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে যোগ করেন তথ্য প্রযুক্তির ছোঁয়া। গতানুগতিক টেন্ডার প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে, ই-টেন্ডারিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল টেন্ডার কার্য বাস্তবায়ন করা হচ্ছে যা রুখে দিয়েছে টেন্ডারবাজি। ফাইল ট্র্যাকিং সিস্টেম বাড়িয়ে দিয়েছে প্রশাসনিক কাজের গতি ও নজরদারি। এছড়া ভার্চুয়াল ক্লাসরুম তৈরি , সকল বিভাগে স্মার্ট বোর্ডের ব্যবহার ইত্যাদি সকল ক্ষেত্রে যোগ করেছেন ডিজিটালাইজেশনের ছোঁয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজেও এনেছেন নতুন মাত্রা। আর.সি.সি. রাস্তা তৈরী, আনসার ক্যাম্প তৈরি করা সহ নির্মাণাধীন রয়েছে নতুন সাব-স্টেশন, শিক্ষার্থীদের জন্য যাত্রী ছাউনি, শিক্ষক ও কর্মকর্তাদের মোটরসাইকেল গ্যারেজ। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যোগ করেছেন ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য একাধিক যানবাহন। প্রথম বারের মত উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রধান ফটক তৈরির। অন্যান্য সেক্টরের মতো গবেষণা সেক্টরের উন্নয়নের প্রতিও মনোনিবেশ করেছেন। পিএইচডি, এমফিলসহ বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত সেমিনার আয়োজনের ব্যবস্থা করেছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজকে এগিয়ে নিতে নিয়মিতভাবে জার্নাল প্রকাশনার ব্যবস্থা করেছেন যা সত্যিই প্রশংসার দাবিদার।। প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ,বিএনসিসিও স্যারের হাত ধরেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এগিয়ে যাবে সামনের দিকে ও পৌঁছাবে সাফল্যের চূড়ায় । পরিশেষে স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণকর জীবন কামনা করছি।

মোঃ শাহরিয়ার আকিফ
সহকারী প্রকৌশলী (পুরঃ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..