হুমায়ন কবির , পোরশা (নওগাঁ) প্রতিনিধি,
কোভিড-১৯ পজিটিভ থেকে সুস্থ্য হওয়ায় পোরশা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. নাজমুল হামিদ রেজা মহোদয়কে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মাহবুব হাসান।
উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল)। এছাড়া করোনা জয়ী পোরশা থানার সাবেক অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহিনুর রহমান ও সাব-ইন্সপেক্টর মোঃ সোহাইল রানাকেও অভিনন্দন জানানো হয়।
নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা ৪০দিনে করোনামুক্ত হয়ে গতকাল রোববার সরকারী নিজ দপ্তরে বসে অফিস করেছেন।
এর পূর্বে গত জুলাই মাসের প্রথম দিকে তিনি হঠাৎ করে জ্বর-সর্দ্দি, হাঁচি-কাশি, গলা ব্যাথা ও শ্বাস কষ্টে আক্রান্ত হন। এ সময় তার ঘ্রান শক্তিও হারিয়ে যায়। আক্রান্ত হওয়ার পর তিনি নমুনা পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ আসে।
এর পর থেকে চিকিৎসকদের পরামর্শে তিনি তার কর্মস্থল পোরশা উপজেলায় সরকারী বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসকদের দেয়া পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করেন।
গত সপ্তাহে দ্বিতীয় বার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার তার করোনা নেগেটিভ আসে। ইউএনও নাজমুল হামিদ রেজা গতকাল রোববার তার দপ্তরে উপস্থিত থেকে অফিস করেছেন।
Leave a Reply