চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে দর্শনা থানার অধীনস্থ বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধ।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা সদর শ্রী কনক কুমার দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ এনামুল করিম ইনু, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ সরোয়ার হোসেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ এসময় আরো উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ সকল ওয়ার্ড মেম্বার, সকল মসজিদ কমিটির সভাপতি- সাধারন সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, তিনি আরো বলেন এলাকায় কোন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীর ঠাই নাই।
অনুষ্ঠানের সভাপতি দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান তার বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সমাপনি ঘোষনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার কুড়ুলগাছি প্রতিনিধি মোঃ হাসমত আলী।
Leave a Reply