আবিদ হোসেন রাজু, মনপুরা উপজেলা প্রতিনিধি : ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার একমাত্র স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুর রশিদ কে বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করল মনপুরা উপজেলার স্বেচ্ছাসেবী রক্ত দানকারী সংগঠন নিঝুম ব্লাড ফাউন্ডেশন।
মঙ্গলবার দুপুর ১২টায় ডাক্তার মাহমুদুর রশিদ এর নিজ কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে নিঝুম ব্লাড ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।
উক্ত বিষয়ে মনপুরা নিঝুম ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি হাসিব শান্ত বলেন ডাক্তার মাহমুদুর রশিদ স্যার অত্যন্ত একজন ভালো মনের মানুষ এবং তার সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ ও রক্ত দানে তিনি সহায়তা পেয়েছেন। মনপুরার জন্য ডাক্তার মাহমুদুর রশিদ স্যার স্বাস্থ্য ক্ষেত্রে একজন আইডল ছিলেন। মনপুরার জন্য ডাক্তার মাহমুদুর রশীদ স্যারের স্বাস্থ্য খেতে ব্যাপক অবদান রয়েছে। চর কলাতলী পর্যন্ত তিনি মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছেন।
জানা গিয়েছে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুর রশিদ মনপুরা থেকে বদলি হয়ে ময়মনসিংহ এ যাবেন আগামী বুধবার।
ডাক্তার মাহবুবুর রশিদ বলেন নিঝুম ব্লাড ফাউন্ডেশন সবসময় মানুষের সেবায় কাজ করেছে। তারা স্বেচ্ছায় রক্ত দিয়ে বহু মানুষের জীবন বাঁচিয়েছে। নিঝুম ব্লাড ফাউন্ডেশন এর সাথে কাটানো সময় অত্যন্ত ভালো ছিল। মুমূর্ষু রোগীর জন্য রক্ত প্রয়োজন হলেই নিজের ব্লাড ফাউন্ডেশন রক্ত নিয়ে হাজির হত। নিঝুম ব্লাড ফাউন্ডেশন কে উদ্দেশ্য করে মাহমুদুর রশীদ বলেন তোমরা এগিয়ে যাও মানবতার সেবায়। নিঝুম ব্লাড ফাউন্ডেশনের উজ্জ্বল ভবিষ্যৎ ও এটা কে দেখার জন্য উপর মহলের সাহায্য কামনা করেন ডাক্তার মাহমুদুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন, নিঝুম ব্লাড ফাউন্ডেশনের সভাপতি হাসিব শান্ত। সদস্য, আবিদ, রায়হান, কাউসার, জাবেদ, মিজানুর রহমান, হাসনাইন ও মনির মেসবাহ সহ আরো অনেকেই।
Leave a Reply