মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জে
বুধবার ফরিদগঞ্জ পৌর শহরের উপকন্ঠে প্রতিষ্ঠিত অত্যাধুনিক ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতালের কার্যক্রম টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন, দেশখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা, চঁাদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ মুহাম্মদ শফিকুর রহমান। এই সময় তিনি তাঁর বক্তব্যে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীর মাসে লাইফ জেনারেল হাসপাতালের কার্যক্রম উদ্বোধন মানে ফরিদগঞ্জবাসীর জন্য একটি মানবিক উপহার। একই সাথে অধুনিক লাইফ জেনারেল হাসপাতাল জননেত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর সেই উন্নয়ণের ব্যক্তি উদ্যোগের একটি মডেল। তিনি বলেন- ফরিদগঞ্জসহ আশপাশের জনসাধারনের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে সরকারী স্বাস্থ্য সেবার সাথে এই হাসপাতালটি একটি বিশাল ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সরকারের দেশ উন্নয়ণের অগ্রযাত্রাকে আরোও তরান্বিত করার একটি মহতি উদ্যোগের জন্য ডা. পরেশ পাল ও হাসপাতাল পরিচালকদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন,- আমি মনে করি আপনারা শুধুমাত্র অর্থ উপার্যনের জন্য এই হাসপাতাল করেনি। সমাজের অসহায় ও দুস্থদের মানবিক সেবার কথা চিন্তা করে হাসপালটি সৃষ্টি করেছেন। সুতরাং অর্থ নয় মানবিক সেবার ব্রত নিয়ে ফরিদগঞ্জ লাইফ জেনারেল হাসপাতাল এগিয়ে যাক এই আশ ও বিশ্বাস আমি করছি।
এর আগে হাসপাতালের মূল পটকে ফিতা কেটে হাসপাতালের অভ্যন্তরিন কার্যক্রম সূচনা করেন, পৌর মেয়র মাহফুজুল হক। পরে, লাইফ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান, ডা. পরেশ চন্দ্র পালের সভাপতিত্বে এক সূধী সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মাহফুজুল হক, চঁাদপুর জেলা বিএমএর সভাপতি ডা. সৈয়দ নুরুল হুদা, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, খাজে আহম্মেদ মজুমদার, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন, হাসপাতালের পরিচালক শাহাবুদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, নুরুন্নবী নোমান, সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন, কাউন্সিলর খলিলুর রহমান, সাংবাদিক এমকে মানিক পাঠান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সমিতির সভাপতি রিয়াজ আহম্মদ প্রমুখ।
Leave a Reply