চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছা: যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, পৌর বিএনপির যুগ্ম-আহবায়কসহ ৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার তাদের করোনা পজেটিভ সংবাদ আসে।
এনিয়ে উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৩ জন। যাদের মধ্যে ৭৩ জনকে সুস্থ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃত্যুর পর দু’জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌরসভার চাঁদপুর গ্রামের এসএম সাইফুর রহমান বাবুল, তার স্ত্রী কলেজ শিক্ষক লাকি আক্তার, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইছাপুর গ্রামের আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা গ্রামের শওকত আলী (৪৫), মাড়ুয়া গ্রামের ইদ্রিস আলী (৫৪), পৌরসভার বাকপাড়া গ্রামের মোফাজ্জলের স্ত্রী জলি বেগম (৩৮), একই গ্রামের বিলকিস বেগম (৫০), নিরিবিলিপাড়ার আলতাফ হোসেনের মেয়ে সালেহা শবনম (২৪) ও কালিতলাপাড়ার সাইফুল ইসলাম (৫৩)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৯ ও ১০ আগস্ট তাদের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে মঙ্গলবারের পরীক্ষায় তাদের নমুনা পজেটিভ হয়। যে রিপোর্ট বুধবার চৌগাছায় পৌছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি জানান, চৌগাছা উপজেলায় ২২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। ১১ আগস্ট পর্যন্ত উপজেলা থেকে ৬৬৩টি নমুনা সংগ্রহের পর পরীক্ষায় চিকিৎসক ও রাজনীতিবিদসহ ১০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৭৩ জন সুস্থ হয়েছেন এবং বাকি ৩০ জন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এছাড়া মৃত্যুর পর দুজনের করোনার নমুনা পজেটিভ হয়।
Leave a Reply