বাগমারা থেকে সাজু মাহমুদ :
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বেনীপুর ঈদগাহ মাঠে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর-মাদিলা মৎস্যচাষ প্রকল্পের সভাপতি মহাতাব হোসেন তোতার সভাপতিত্বে ও মাষ্টার চিমান আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান টুকু।
বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।
বাগমারা উপজেলা যুবলীগ সভাপতি আল-মামুন প্রামানিক,নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, ইন্জিঃ মোশলেম উদ্দিন,নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান,জে.এন.ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,প্রভাষক এনামুল হক,প্রভাষক সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা উল্লেখ করেন, মাননীয় প্রধান মন্ত্রীর গতিশীল নেতৃত্বে ও দিক নির্দেশনায় ‘মাছে ভাতে বাঙ্গালী’, এই প্রবাদটি আজ সত্যে পরিণত হয়েছে। মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ আজ চতুর্থ স্থানে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে মৎস্য উৎপাদন ও রপ্তানিতে বাংলাদেশ শীর্ষ দেশে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র।অনুষ্ঠান শেষে মোনাজাত করেন মাও মোঃ মাসুদুর রহমান।
Leave a Reply