”
সম্রাট হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ক্যাম্প স্থায়ীকরণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উন্মুক্ত বক্তব্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ইভটিজিং বন্ধে, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজী, দাঙ্গা হাঙ্গামা রোধে ও সুষ্ঠভাবে বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে ভাটই বাজার পুলিশ ক্যাম্পের বিকল্প নেই।
শৈলকুপা থানা থেকে ভাটই পুলিশ ক্যাম্পের দুরত্ব প্রায় ১৩ কিলোমিটার, তাই ক্যাম্প অপসারণ না করে স্থায়ী করার জোর দাবী জানান এলাকাবাসী।
এসময় প্রধান অতিথি ঝিনাইদহের পুলিশ সুপার পিপিএম হাসানুজ্জামান বলেন ভাটই বাজার পুলিশ ক্যাম্প স্থায়ী করতে প্রয়োজন ৩৩ শতক জমি।
এসময় জনগণের স্বার্থে জমিদান করতে চাই দুধসর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাননীয় প্রধান মন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ যুবকের পুরুস্কারপ্রাপ্ত টিএ রাজু।
Leave a Reply