খবেননীঞা ত্রিপুরা,
গুইমারা উপজেলা প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি ইউনিয়নে,কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে সিন্দুকছড়ি অখণ্ডমণ্ডলী কতৃর্ক আয়োজিত অত্র মণ্ডলীর সাধারণ সম্পাদক গহিতা ত্রিপুরা নেতৃত্বে সকাল ৮.৩০ মিনিটে স্বামী স্বরুপানন্দ প্রবর্তিত জাতি,বর্ণ নির্বিশেষে সমবেত উপাসনা ও সাংগঠনিক সম্পাদক বতেন ত্রিপুরা নেতৃত্বে হরিওঁ কীর্তন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ আগষ্ট) শুভ জন্মাষ্টমী সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৬ তম শুভ জন্মাষ্টমী।
সনাতন ধর্মাবলম্বীদের মতে,পাঁচ হাজার দুইশত ছয়চল্লিশ তম বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রত ছিলেন।
তবে মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর জন্মাষ্টমী সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে। থাকছে না জন্মাষ্টমীর শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে কৃষ্ণপূজাসহ অন্য সব আচারবিধি পালন করা হবে বলে জানিয়েছে সিন্দুকছড়ি অখণ্ডমণ্ডলীর সাংগঠনিক সম্পাদক বতেন ত্রিপুরা। সিন্দুকছড়িতে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে অন্য অনুষ্ঠানমালায় রয়েছে-গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।
Leave a Reply