মনিরুল ইসলাম মেরাজ
কালিয়াকৈর প্রতিনিধি,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঝেঞ্জিচালা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে । এসময় আহত হয়েছে আরও একজন ।
আহত হওয়া একজনকে আশঙ্কাজনক অবস্থায় মৌচাক পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে বাড়ির পাশে ৪ বন্ধু গোসল করতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল হাকিম(১৪) ও মোস্তাকিন হোসেন (১০) উপজেলার ঝেঞ্জিচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
বেঞ্চিচালার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সারোয়ার আলম জানান, চাঁদপুরের মতলব থানার মৈইশমারী গ্রাম থেকে আনোয়ার হোসেন ও স্ত্রী সন্তানসহ কিছুদিন জমিক্রয় করে বাড়ী করতে আসে। তারপর তারা এই এলাকায় বসবাস করতে শুরু করে।
নিহত দুই ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো । দুপুরে ৪ বন্ধু মিলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তিন বন্ধু ডুবে যায় ।
অপরজন বাড়ীতে এসে খবর দিলে স্থানীয়রা গিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ।
তারপর অন্যজনকে হাসপাতালে পাঠায়।
Leave a Reply