রাকিবুল হাসান সুমন,যশোর থেকে: যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বসত বাড়ীর পাশে বাতাবি লেবু গাছে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার আলতাপোল গ্রামের মুকুন্দ হাজরার ছেলে দীপু হাজরা (১৯) পরিবারের সদস্যদের উপর অভিমান করে বাড়ির পাশে বাতাবি লেবু গাছে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
কেশবপুর থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply