এন,এম,সজীব (দিনাজপুর) বিরামপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল-এর মানবতার দৃষ্টি-৪ নং দিওড় ইউনিয়নের প্রতিটি গ্রামের কাঁচা রাস্তার অতিরিক্ত কাঁদ জনিত কারণে পথচারীদের চরম দূভোগ জনসাধারণের চলাচলের প্রশান্তি ফিরে আনতে আঃ মালেক মন্ডলের নিজ তহবিল থেকে সমর্থ অনুযায়ী সহযোগিতা অপরিসীম।
আজ- ১৩/০৮/২০২০ ইং রোজ বৃহস্পতিবারঃ ৪ নং দিওড় ইউনিয়নে প্রতিটি গ্রামের কাঁদা রাস্তা পর্যায়ক্রমে প্রতিদিনই নিজে সরাসরি ঘুরে ঘুরে পরিদর্শন করছেন এবং পাশাপাশি করোনার এই ক্লান্তিকালে সচেতনতা মুলক আলোচনা সহ সকল কে একটি করে মাস্ক উপহার দিচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ মালেক মন্ডল।
বিঃদ্রঃ( বিজুল থেকে শিয়ালা ইউনিয়ন পরিষদ মাঝ খানে মাগুরাপাড়া ও নলিয়াপাড়া কাঁচা রাস্তাটি এ পযন্ত তৃতীয় বার অতিরিক্ত কাঁদার ভোগান্তি নিরাসনে সংস্কার করলেন আঃ মালেক মন্ডল)।
দেশের অভ্যন্তরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মফোসল এলাকা বিরামপুরের দিওড় ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধ ও সরকারি নির্দেশনা অনুযায়ী সচেতন মূলক কর্মকান্ডসহ ভুক্তভোগী অসহায় মানুষের সাহায্য সহযোগিতায় আঃ মালেক মন্ডল অনন্য ও অদ্বিতীয় সর্বপরি সকল জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অত্যন্ত সন্তুষ্ট বিরামপুর উপজেলা তথা ৪ নং দিওড় ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
এ ব্যাপারে আঃ মালেক মন্ডলের কাছ থেকে কিছু জানতে চাইলে তিনি বলেন,আমি মূলত একজন সাধারণ মানুষ হিসাবে মানবিক দায়িত্ব ও সরকারের নির্দেশনা এবং আমার শ্রদ্ধেয় দিকনির্দেশক মোঃ শিবলী সাদিক (এমপি) ও বিরামপুর উপজেলা চেয়ারম্যান মোঃ খাইরুল আলম (রাজু) মামার অনু-প্রেরনায় এলাকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।
পরিশেষে তিনি আরো বলেন,আমরা যেন এই মহামারি করোনা থেকে বাঁচতে পারি,তাঁর জন্য সরকারের দেওয়া নির্দেশনা ও সকল বিষয়ে সচেতন থেকে চলাফেরা করি।
এরই ধারাবাহিকতায় দিওড় ইউনিয়ন-এর প্রতিটি পাড়া গ্রাম মহল্লায় ও হাট বাজারে সচেতন মূলক আলোচনা সহ মাস্ক বিতারণ করে যাচ্ছি,আমি আপনাদের পাশে আছি থাকবো-ইনশাল্লাহ।
Leave a Reply