জুনায়েদ আলম
জীবনের রক্তিম সন্ধ্যায়
এলোমেলো হাওয়ার স্পর্শে খুব একা লাগে ।
জনাকীর্ণ শহরও কেন জানি বড্ড ফাঁকা লাগে ।
এবার আমি হতে চাই কারো জীবনের কেন্দ্রীয় চরিত্র
কারো দেখা স্বপ্ন কিংবা এক চিলতে হাসি ।
হতে চাই কারো মনের ভাবনা, চোখের পবিত্র অশ্রু।
হতে চাই ভালোবাসার প্রিয় মানুষ ।
শত চেষ্টার পরেও এসবের কিছুই হতে পারিনি ।
তবে এবার হতে না পারার বেদনায় দুঃখ পেয়েছি অনেক
কলিজায় জেগে উঠেছে ব্যাথার বিষ ফোড়া ।
বিষণ্ণতায় কষ্টে মনে চারিদিকে রাতের অন্ধকার।
নিজেই নিজেকে দেই মানুষ না হবার ধিক্কার।
Leave a Reply