খাদেমুল ইসলাম রাজ, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মদাতী বাজারের পূর্ব দিকে কৃষি কীটনাশক স্যার এর ভবনের বেহাল দশা।বহুদিন ধরে ব্যবহৃত ও সংস্কার না করায় এ অবস্থা।
সরেজমিন দেখা গেছে, জরাজীর্ণ বেশিরভাগ ভবনই জঙ্গলে পরিণত হয়েছে। দরজা জানালা খুলে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে এসব ভবনে আর কেউ থাকে না। এজন্য অনেক জানালা, দরজাসহ অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে।এবং এখানে এসে আরো দেখা যায় কিছু খালি মাদকের প্যাকেট পরে আছে এবং আর ভবনটি সারে ঘোড়া নামে পরিচিত, যানা মতে এখানে ৩৪ শতক মাটি আছে এর মধ্যে ভবন টি আছে।বর্তমানে এসব ভবন ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।
এলাকা বাসী দাবী করে ইউনিয়নের মধ্যে একটাই কীটনাশক স্যারের হিমাগার আর সংস্কার করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
Leave a Reply