আরমান হোসেন, চট্টগ্রাম (আনোয়ারা) : গ্রামের অসহায়,দুস্হ, চিকিৎসা বঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে পাশে দাঁড়ালেন আনোয়ারার সামাজিক ও মানবিক সংগঠন জোনাকি ফাউন্ডেশন।
শুক্রবার (১৪ আগষ্ট) সকালে সংগঠনটির উদ্যোগে স্বাস্থবিধি মেনে তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০১৩ শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষার্থীদের সহযোগীতায় তৈলারদ্বীপ বারখাইন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি প্রাথমিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় অভিজ্ঞ ৫জন ডাক্তারের মাধ্যমে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্প চলাকালিন সময়ে পর্যবেক্ষণে আসেন আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের সত্ত্বাধিকারী শেখ মুহাম্মদ সরওয়ার হোসেন,জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা মাষ্টার এয়াকুব।পর্যবেক্ষণ শেষে এমন মহৎ উদ্যোগের জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এতে উপস্থিত ছিলেন, জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা.রাশেদুল আলম।সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইরফান হোসেন,শাহদাত হোসেন,ফারহানা আকতার,আছমা মমতাজ,ইকবাল আহম্মদ,মুনতাছিরসহ প্রমুখ।
সংগঠনের চেয়ারম্যান ডা.রাশেদুল আলম জানান,করোনা পরিস্থিতিতে যতদিন সম্ভব সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সেবা দিয়ে যাওয়ার চেস্টা করব আমরা। চিকিৎসা সেবাই অংশগ্রহণ করা তৈলারদ্বীপের ছাত্র সংঘের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ক্যাম্পে সেবা নিতে আসা আমেনা বেগম জানান,আমরা অভাবী টাকার জন্য ডাক্তার দেখাতে পারিনা।আজকে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে আমার ভালো লাগছে।যারা আমাদের ডাক্তার দেখানোর ব্যবস্হা করেছেন তাদের মন থেকে দোয়া করি।
Leave a Reply