মোঃ শহিদ, উখিয়া উপজেলা প্রতিনিধি : ১৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টার দিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ নেটং পাহাড় সংলগ্ন উত্তর কেরুনতলীর বায়তুর রহমান জামে মসজিদের সামনে যানবাহন তল্লাশী করে।
এ সময় সিএনজি গাড়িসহ পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কক্সবাজার বিসিক শিল্পনগরী দক্ষিণ মুহুরী পাড়ার জহরুল ইসলামের পুত্র মোঃ আলমগীর হোসেন (২৮) কে সিএনজিসহ আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। পরে ধৃত ব্যক্তির স্বীকারোক্তিমতে গাড়ির স্টিয়ারিংয়ে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ২হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে সিএনজির ভেতরে করে অভিনব কায়দায় পাচারের সময় এক মাদক কারবারীকে আটক করেছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও মালামালসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।
Leave a Reply