1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গবন্ধু বাঙালি চেতনার এক অনন্য প্রতিষ্ঠানের নাম: ড.কলিমউল্লাহ আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম

বঙ্গবন্ধু শেখ মুজিব অবিনশ্বর: মৃত্যূঞ্জয়ী একটি নাম প্রকৌশলী মনিরুল ইসলাম মনি:-

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ১১৭ বার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাত বার্ষিকী আজ। ৪৫ বছর পূর্বে ১৫ আগস্টের কালো রাতে কতিপয় কুলাঙ্গার,উচ্চাভিলাসী কাপুরুষের মতো রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
আজকের দিনটি বাঙালির ইতিহাসে সবচেয়ে দুঃখের,বেদনার ও কলঙ্কের অধ্যায়। বঙ্গবন্ধু ছিলেন আজন্ম সংগ্রামী নেতা। আমৃত্যু তিনি মা-মাটি-মানুষের জন্য সংগ্রাম করেছেন।
সুদীর্ঘ ২৩ বছরের সংগ্রাম এবং একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের নের্তৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করার পর কেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, এর সঠিক ইতিহাস আজও অনেকে জানে না।
কারণ বঙ্গবন্ধু হত্যার পর অর্থাৎ ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যে সকল বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী যে সকল শাসকগোষ্ঠী এ দেশ শাসন করেছে তারা এদেশের সঠিক ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করেছেন। মনগড়া ইতিহাস প্রচার করে জনগণকে বিভ্রান্ত করেছে। তাই এখন আমাদের প্রধান কাজ হলো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরূণ প্রজন্মের সামনে তুলে ধরা। তৎকালীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবকে মাত্র সাড়ে তিন বছরের মাথায় নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কারন কেন তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।
তিনি ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান ভেঙ্গে কেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্ম দিলেন, কেন তিনি সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের লেজুড়বৃত্তি পরিহার করে জোট নিরপেক্ষ ও স্বাধীন পররাষ্ট্র নীতি প্রবর্তন করতে চেয়েছিলেন, কিভাবে তিনি দক্ষিণ এশিয়ার মুক্তিকামী মানুষের মুক্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন, কেন তিনি ধনিক-বণিক এবং তাদের আন্তর্জাতিক গোষ্ঠির পক্ষালম্বন না করে বাংলার কৃষক-শ্রমিক মেহনতি মানুষের পক্ষালম্বন করেন – তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
তিনি ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কেন বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের পক্ষে। কেন তিনি বাংলাদেশ কে একটি সোনার দেশে পরিণত করতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন মাঠে মাঠে থাকবে সবুজ ফসলের সমারোহ। কৃষকের মুখে থাকবে হাসি এই ছিল তাঁর স্বপ্ন,এই ছিল তাঁর সংগ্রাম।
কিন্তু সাড়ে তিন বছরের মাথায় ঘৃণিত নরপশুরা তাকে হত্যা করে। হত্যাকারীরা ষড়যন্ত্র করেছিল এই ভাবনায় যে বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা এদেশের স্বাধীনতা কে হত্যা করতে পারবে,গণতন্ত্রকে হত্যা করতে পারবে। কিন্তু তারা বাঙালি জাতীয়তাবোধ,ভাষা,সংস্কৃতি ও ঐতিহ্যকে হত্যা করতে পারে নি। বাংলাদেশকে নের্তৃত্বহীন করতে পারে নি। শত চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে দিতে পারেনি ।
তাঁর আদর্শকে বিলীন করে দিতে পারেনি। বঙ্গবন্ধু অবিনশ্বর।
বঙ্গবন্ধু বাংলার প্রতি ঘরে,প্রতি হৃদয়ে আছেন। সারা বাংলার মানুষের ভালবাসায় সিক্ত বঙ্গবন্ধু,বাংলার অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার আকাশ,বাতাস, নদী, পথে-প্রান্তরে,তিনি মিশে আছেন, তিনি থাকবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর নের্তৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দূর্বার। আমরা সেই শক্তি বুকে ধারণ করে বিশ্ব দরবারে গেয়ে যাব জয বাংলার গান।
শোকের এই দিনে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..