নাজমুল হাসান উজ্জ্বল, বরিশাল প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রাম থেকে ৭০০ গ্রাম গাজাসহ নাঈম মুন্সি (১৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শুক্রবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
জানাগেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গ্রামের মোশাররফ মুন্সির ছেলে নাঈম মুন্সি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ খেকুয়ানী গ্রামে অভিযান চালায়, এ সময় ওই গ্রামের সরদার বাড়ির দরজায় বিক্রি করা অবস্থায় পুলিশ নাঈম মুন্সিকে গ্রেপ্তার করে। পরে তার শরীর তল্লাশী করে ৭০০ গ্রাম গাজা পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মারুফ নামের আরেকজন পালিয়ে যায়।
এ ঘটনায় আমতলী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার পুলিশ নাঈমকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আদালত তাকে জেল হাজতে পাঠান।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply