ফয়সাল হাবিব সানি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে চুরি হয়ে যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি কম্পিউটার ঢাকার বনানী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১০টায় রাজধানীর বনানী এলাকার একটি হোটেল থেকে পুলিশের তৎপরতায় কম্পিউটারগুলো উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম দৈনিক লাল সবুজের দেশকে জানান, ঢাকার বনানীর একটি হোটেল থেকে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়েছে এবং ওই হোটেলের দারোয়ানকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কিন্তু উপর্যুপরি ঘটনায় ওই হোটেলের কর্তব্যরত দারোয়ান জড়িত আছে কি-না সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কম্পিউটারগুলো আজ রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলেও জানতে পারা যায়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, পবিত্র ইদুল আজহা’র ছুটিতে উক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Leave a Reply