আঃজলিল,শার্শা (যশোোর) থেকে : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের চৌকস সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী মেজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর বদলি হয়ে গেলেন।
শার্শা ভূমি অফিসের আধুনিকায়ন, ডিজিটাল ভূমি সেবা প্রদান, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা, উঠান বৈঠকে ভূমি সংক্রান্ত শালিসের নিস্পত্তি, বৃক্ষ রোপন, স্কুল পরিদর্শন সহ সর্বশেষ করোনা যুদ্ধে সন্মুখ যোদ্ধা হিসাবে শার্শার এ্যাসিল্যান্ড উপজেলা বাসির কাছে সমাদৃত হয়েছেন।
সাম্প্রতি খুলনা বিভাগীয় কমিশনারের এক আদেশে উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা যশোরের মনিরামপুর উপজেলায় বদলী হয়েছেন।
গত ১২ আগস্ট তিনি শার্শ উপজেলা প্রশাসনের কাছ হতে বিদায় সংবর্ধনা নিয়েছেন। তিনি শার্শাবাসীকে তার কর্মক্ষেত্রে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাথে সাথে সকলের মঙ্গল কামনা করেন।
শার্শা বাসীকে অকৃপন সেবা দিয়ে উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা পাড়ি জমিয়েছেন নতুন উপজেলায়। প্রিয় এ্যাসি ল্যান্ডের বদলী খবরে হতাশ শার্শার প্রিয় মানুষেরা।
শার্শার ভূমি সেবায় ব্যাপক পরিবর্তনের মহা নায়ক, সদালাপী, মিষ্টভাষী এ কর্মকর্তা গত ২৩/৯/২০১৯ ইং তারিখে শার্শা উপজেলা প্রশাসনের এ্যাসিল্যান্ড হিসাবে শার্শায় যোগদান করেন। এর পূর্বে তিনি কক্সবাজার এলাকার এ্যাসিল্যান্ডের দায়িত্ব পালন করেছেন।
কর্মক্ষেত্রে সব জায়গায় রয়েছে তার সুনাম সহ আধুনিকায়নের ছোঁয়া। দালাল ও ঘুস মুক্ত ভূমি সেবা নিশ্চিত করায় জনাব খোরশেদ আলম চৌধুরীর প্রথম চ্যালেঞ্জ। বৈশ্বিক করোনা যুদ্ধে দানবীর, মানবিক সহোযোগীতায় উদার ছিলেন তিনি।
একই সাথে বৈশাখী ভাতা ও বেতনের অর্ধেক তিনি বিলিয়ে দিয়েছেন শার্শা উপজেলার কর্মহীন অবেক মানুষের মাঝে। বিদায় বেলা সরকারী এ কর্মকর্তাকে আবারো পাশে চেয়েছেন শার্শা বাসী।
Leave a Reply