স্থানীয় প্রতিনিধিঃ জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নের সারমারা বাজারে, রড সিমেন্ট কনক্রিট (আর সি সি) রাস্তার কার্যক্রমে মাপ জরিপে সারমারা বাজারে অবস্থিত বগারচর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সামনে হতে পশ্চিমে ৩০০মিটার পুর্ব মাপ জরিপে থাকলেও, বর্তমানে নতুন মাপ জরিপে ৫০ মিটার পশ্চিমে সরিয়ে দেওয়া হয়। যাহা জনসাধারণের হৃদয়বিধারক কষ্ট নামান্তর। উপস্থিত জনগণের ভাষ্যমতে, এভাবে হাসপাতালের সামনে বাদ রেখে রাস্তা করলে, সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটার সম্ভাবনা আরও এক ধাপ বেড়ে যাবে, হাসপাতালের সামনে সৃষ্টি হবে জলাবদ্ধতা।
সারমারা বাজারের ইজারাদার মোঃ ওমর আল ফারুক বলেন- হাসপাতালের পূর্বপাশ হতে পশ্চিম বাজার মোড় পর্যন্ত রাস্তাটি হওয়া জরুরি তবে, যদি কোন কারণে এদিক সেদিক হয় তাহলে সেটা অযৌক্তিক হবে।
বাজারে আসা জনতা বলেন- রাস্তার এমন কি পাখা গজিয়েছে যে, মাপ জরিপের পরেও রাস্তাটি পশ্চিম দিকে সরে যায়? জনগণের প্রাণের দাবী সঠিক মাপ অনুযায়ী হাসপাতালের পূর্ব পাশে হতে আরসিসি রাস্তা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
Leave a Reply