1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahamed : Sohel Ahamed
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন

মাল্টা চাষে সফল যশোর সদরের জাকির

  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৩ বার

মোঃ রাসেল হোসেন, যশোর(সদর)প্রতিনিধিঃ লিচু,কাঠাল,আম,আনারসসহ বিভিন্ন রসালো ফলের আবাদভূমিখ্যাত যশোর সদরের বসুন্দিয়া গ্রাম। একই গ্রামের খানপাড়া নদীর চর এলাকায় ২০১৮ সালে ১ বিগা জমিতে ২২৫ টি মাল্টার চারা দিয়ে চাষ শুরু করেন জাকির হোসেন খান।প্রথম বছর আশানুরূপ ফল না পাওয়া গেলেও এবছর মাল্টা গাছে প্রচুর ফলন হয়েছে।তবে এ অঞ্চলে প্রথম তিনি মাল্টা চাষে সফলতা পেয়েছেন।
জাকির হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী।হলপাইয়ের পাশাপাশি সিডলেস লেবুর চাষও করেছেন।
তিনি আরো বলেন মাটির গুন-গুন ও তারতম্যের কথা চিন্তা করে গত দুই বছর আগে পরিক্ষামূলকভাবে সবুজ ও ডোরাকাটা এই দুই প্রজাতির মাল্টা চাষ করেন।মাল্টা ফলন ভালো হওয়ায় তিনি চাষ বাড়ানোর কথা ভাবছেন।
খরচের কথা জানতে চাইলে তিনি বলেন, সম্পূর্ণ নিজের খরচে প্রতিষ্ঠিত বাগানে মোট ৬৫ হাজার টাকা খরচ হয়েছে।আগামি ছয় মাসের মধ্যে তিনি লাভবান হতে পারবেন বলে আশাবাদী।
মোঃ রাসেল হোসেন,
ডেইলি সিগনেচার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..