আজ আফিফ আলী তাযিন এর জন্মদিন
প্রেস বিজ্ঞপ্তি:সাহাব উদ্দীন জয়তুনচট্টগ্রামপ্রতিনিধি
আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) আফিফ আলী তাযিন এর শুভ জন্মদিন। আজকের এই দিনে শিশুটি মায়ের কুল জুড়ে পৃথিবীতে এসেছিলো।
আজকের পৃথিবী তাযিন এর জন্য ভরে থাকুক ভালো লাগা আর ভালোবাসায়, মুখরিত হোক দিনটি গানে গানে আগামীর সম্ভাবনা।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো বলে অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়। আজ জন্মদিন তোমার।
তাযিন তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ, আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত করবে পৃথিবীকে।
আফিফ আলী তাযিন এর পিতা কণর্ফুলী উপজেলা যুবলীগ নেতা আজগর পাপন।
ছেলের জন্মদিনে পিতামাতার অফুরন্ত ভালোবাসা আর স্নেহ মমতা দোয়া।
০১৮১২০২০২৯২
এটা আমার ভাতিজা এটা করে দিলে খুশি হবো
Leave a Reply