মোঃ মোস্তাকিম, ত্রিশাল প্রতিনিধি: মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে চলছে বৃক্ষের চারা রোপণ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালীর বাজার হেল্পলাইন এর উদ্ভোগে কানিহারী ইউনিয়নের আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ ২৩ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন।এসময় আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বকুল গাছের চারা রোপণ করা হয়েছে।
উক্ত বৃক্ষ রোপনের সময় উপস্থিত ছিলেন আহাম্মদাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্লাহ মন্ডল ও সহকারী শিক্ষক মুকুল স্যার এবং আরো অন্যান্য শিক্ষকবৃন্দসহ কালীর বাজার হেল্পলাইনের পরিশ্রমী এডমিন ও মডারেটরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালীর বাজার হেল্পলাইনের এডমিন ও মডারেটররা আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়সহ,কালীর বাজার উচ্চ বিদ্যালয়, ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়, স্বপ্ন শিশু বিদ্যানিকেতন ও আশেপাশের সব কয়টি ছোট বড় বিদ্যালয়, বিভিন্ন রাস্তাঘাট প্রভৃতিতে বেশ কয়েক দিন ধরে বৃক্ষেরর চারা রোপন করে যাচ্ছে।
Leave a Reply