নিজস্ব প্রতিবেদক : মেরিন ড্রাইভ রোড এর সোনা পাড়া রেজুরখালের বিজিবির চেকপোস্টে ইয়াবাসহ এক মিনি কার চালক আটক হয়েছে ।
২৩ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কেরনতুলী এলাকার আব্দুল করিমের পুত্র মোঃ জসিম উদ্দিন (২২)কে যাত্রী বাহী মিনি কারে করে ইয়াবা পাচার কালে বিজিবির হাতে আটক হন।
জসিম মিনি কার চালক, টেকনাফ শাপলা চত্বর থেকে কক্সবাজার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যায় ।
পরে কক্সবাজারের সোনা পাড়া রেজুরখাল ব্রিজ বিজিবির চেকপোস্টে গাড়িতে অভিযান পরিচালনা করে ৫ হাজার ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করেন।
টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলীর আব্দুল করিমের ১৮ সন্তান রয়েছে। ১৮ ভাইয়ের অধিকাংশই মাদক পাচারে জড়িত বলে জানা যায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে।
Leave a Reply