মিজানুর রহমান, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীরা তাদের প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
আজ মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ, স্বতন্ত্র প্রার্থী, তারিকুল ইসলাম, লিটন আহম্মেদ, সাজ্জাদ হোসেন শিপন ও শাহিনুর রহমান প্রামানিক।
বিষয়টি নিশ্চিত করেছেন ধনুট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোকাদ্দেস আলী। তিনি আরো জানান, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীরা শান্তিপূর্ণ, ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর। আগামী ২০ অক্টোবর এই উপ-নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন সাইফুল ইসলাম ফটিক। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারী বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন তিনি।
Leave a Reply