মোয়াজ্জেম হোসেন,রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৩৫ লিটার চোলাইমদ ও একটি সিএনজি অটোরিক্সাসহ কাজী ইমরান হোসেন প্রকাশ ফোরকান(২৬) ও মো. নাসিম প্রকাশ নাদিম(২২) নামের ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে বুধবার(২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার এসআই কফিল উদ্দীন।
মাদক কারবারি কাজী ইমরান হোসেন প্রকাশ ফোরকান উপজেলার পোমরা ইউনিয়নের চাইনি পাড়া এলাকার কাজী খোরশেদ আলমের ছেলে এবং অন্যজন উপজেলার পোমরা ইউনিয়নের অলিয়ার পাড়া এলাকার মৃত মুছা মিয়া মুন্সির ছেলে মো. নাসিম প্রকাশ নাদিম।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই কফিল উদ্দীন জানান,এর আগে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা বাজার থেকে ৩৫ লিটার চোলাইমদ ও একটি সিএনজি সহ তাদের গ্রেপ্তার করেছেন এবং আজ ১২ টার দিকে তাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply