স্বপন খানঃ নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা মোতাবেক বুধবার ( ২৩ সেপ্টেম্বর) উপজেলার শিবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক।
এ সময় লাইসেন্স ব্যতীত কৃষি পন্য বিপননের অপরাধে দুই দোকানদারকে কৃষি বিপণন আইনের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। বর্তমান করনো পরিস্থিতি মোকাবেলায় সকলের মাস্ক পরিধান নিশ্চিত করা ও সরকার ঘোষিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে বাজারের ক্রেতা-বিক্রেতাদের সচেতন করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর মডেল থানা পুলিশ সহযোগিতা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা।স্থিতিশীল বাজার রক্ষায় উপজেলা প্রশাসনের এধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড শ্যামল চন্দ্র বসাক।
Leave a Reply