আরমান হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলি এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
বুধবার ( ২৩ সেপ্টেম্বর ) বিকাল ২টায়
গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই রেজাউল করিম মামুন, এসআই আবুল ফারেজ জুয়েল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলি গ্রামের ওলফা বিবি জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে আবদুর রহিম (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ ।আটককৃত আব্দুর রহিম উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া ( সাম মাঝির বাড়ির ) শেয়ার আলি ছেলে।
আনোয়ারা থানার এসআই রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালিতাতলি
এলাকায় অভিযান পরিচালনার সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চলাকালীন এক যুবক দৌড়ে পালাতে চাইলে ধাওয়া করে তাকে আটক করে ২হাজার পিস ইয়াবা জব্দ করি।যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।
এ বিষয় আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন ,আটককৃত যুবক উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী আজগর আলী (মাঝি) ইয়াবা কারবারের সাথে জড়িত। ইয়াবাগুলোর মালিক তালিকাভুক্ত ইয়াবা কারবারি আজগর আলী মাঝির।আজগর আলী মাঝিকে আটক করতে তার বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করলে সে পালিয়ে যায়।
আটককৃত আসামীর ব্যাপারে মাদক আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply