রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ‘তরুণ যুব সংঘের’ উদ্যোগে আজ ২৪শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে ফলদ বৃক্ষ রোপন করা হয়। ‘তরুণ যুব সংঘ’ একটি অরাজনৈতিক, অসম্প্রদায়িক মাদকমুক্ত সেচ্ছাসেবী সংগঠন। এটি প্রতিষ্ঠা করা হয় ১লা জানুয়ারী ২০২০ সালে, এর পর থেকেই বিভিন্ন সেচ্ছাসেবী কাজের মাধ্যমে সংগঠনের পথচলা। সংগঠনের প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ রেজাউল করিম বলেন, তরুণ যুব সংঘ সমাজের তরুণদের নিয়ে গঠিত, বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের বিকল্প কিছু নেই। বর্তমান তরুণ সমাজ বিভিন্ন ভাবে মাদকাসক্ত হয়ে পরিবার থেকে ছিন্ন হয়ে পরছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। তারই ধারাবাহিকতায় আামদের এই সংগঠন, যার মাধ্যমে তরুণদের বিভিন্ন ভালো কাজের সাথে উত্সাহিত করে খারপ কাজ থেকে বিরত রাখা। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ কার্যক্রম চলমান থাকিবে। তিনি আরো বলেন, মানবসেবায় আমাদের মূল লক্ষ। তিনি উত্তরোত্তর সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।
Leave a Reply