আঃজলিল,(শার্শা-যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআচড়া ইউনিয়ন এর গোগা রোডের বসতপুর সড়কের অটোরাইচ মিলের সংলঘ্ন পাকারাস্তা সড়কের উপর থেকে ফেন্সিডিল ও মটর সাইকেল সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
ইংরেজি ২৪/৯/২০তাং, বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া তদন্ত কেন্দ্র এলকাধীন গোগা রোডের বসতপুর অটো রাইচ মিলের পাশ্ববর্তি পাঁকা রাস্তার উপর থেকে মোঃ ফারুক হোসেন(৩৮)৪২ বোতল ফেন্সিডিল, একটি ডিসকভার মোটর সাইকেল সহ গ্রেফতার করে।
আটকৃত আসামি ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন এর মোঃ আঃ খালেকের ছেলে মোঃ ফারক হোসেন(৩৮)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের অফিসার গন সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শার বাগআঁচড়া গোগা রোডের বসতুপুর সড়কের উপর অভিযান চালিয়ে ৪২বোতল ফেন্সিডিল একটি ডিস কভার মটর সাইকেল সহ মাদক ব্যাবসায়ীকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন তবে আটককৃত মাদক ব্যাবসায়ী আসামিকে মাদক দ্রব্য আাইনে মামলা দিয়ে শার্শা থানার মাধ্যমে কোর্ট হাজতে প্রেরন করা হবে।
Leave a Reply