ফেনী প্রতিনিধি: সোনাগাজীতে তিন গাড়ী ছিনতাইকারী কে আটক করেছেন সোনাগাজী মডেল থানা পুলিশ।
আটক গাড়ী ছিনতাইকারীরা হলো সুমন বড়ুয়া (২১), পিতা-সজীব বড়ুয়া, মাতা-লতিফা বড়ুয়া, সাং-উজানী পাড়া, থানা-বান্দরবান সদর, জেলা-বান্দরবান, মোঃ রাজিব হোসেন ইমন (২০), পিতা-মোঃ জাফর, মাতা-কুলছুমা আক্তার, সাং-মতিপুর, পোঃ দ্বীন মনিরহাট, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী,মোঃ আরিফ (১৯), পিতা-আবুল হোসেন, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-করিতলা, পোঃ করিতলা, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ তিন গাড়ী ছিনতাইকারী কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply