স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর
পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন সময় কোটি কোটি ,টাকার মালামাল পাচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর সাথে এলাকার কিছু লোক জড়িত বলে লোক মুখে গুঞ্জন শোনা যাচ্ছে। পাশাপাশি তামার তার, স্কাফোল্ডিং, লোহা লস্কর সহ বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত থেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। কিন্তু পেশিশক্তি ও প্রভাবশালী নেতাদের কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা বলে শোনা যাচ্ছে। বিভিন্ন অবৈধ ব্যবসা করে ফুটপাত থেকে অনেকেই আজ শত শত কোটি টাকার মালিক বনে গেছেন , পিডিবিতে ক্যবল চোরদের সাথে সিকিউরিটি গার্ডের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে, একজন সিকিউরিটি খুন হওয়ার অভিযোগ রয়েছে, চোর চক্র ওয়াল টপকে ভিতরে ঢুকে নদীপথে তামার পাইপ চুরি করে নিয়ে যায়। সম্প্রতি এসকল ঘটনা সিকিউরিটি হাতে ধরা পড়ে । স্থানীয় ওয়ার্ড কমিশনার জানান কো-অপারেটিভের সামনে চারটি কাবার ভ্যান স্ক্রাব ও তামা সহ আটক করেছিলাম থানায় সোপর্দ করছি কিন্তু রহস্যজনক কারণে প্রভাবশালী মহল ট্রাকগুলো ছাড়িয়ে নেয় । একটি গোপন সূত্রে জানা যায় পলাশ থানার এক অফিসার দশটি ট্রাক চোরাই মাল সহ মইজুদ্দিন সেতুতে আটক দেয়। কিন্তু প্রভাবশালী মহল এটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ফরমাল থেকে তদবির করে। সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরিতে প্রায় আট দিন ট্রাকগুলো আটক ছিল কিন্তু রহস্যজনক কারণে এগুলো ছেড়ে দেয়। এসকল বিষয় চুরি চোর চক্রের মূল হোতাদের নাম ঠিকানা ছবিসহ ছাপানো হবে এই প্রতিবেদনের কাছে চোরচক্রের ভিডিওসহ কল রেকর্ডিং, ছবি আছে আগামী সংখ্যায় ক্রাইম মাগাজিনে সরেজমিন প্রতিবেদন ছাপানো হবে ক্যাবেল চুরির ঘটনায় সন্দেহের তীর মাকসুদ মান্নান গংদের বিরুদ্ধে চোখ রাখুন_
Leave a Reply