”
সম্রাট হোসেন, শৈলকুপা( ঝিনাইদহ)
সংবাদদাতাঃ
ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলা অংশের আমতলা বাজার থেকে বড়দহ নতুন ব্রিজ পর্যন্ত ১০ কি.মি. মহাসড়কের ভেঙেচুরে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে ছোট-বড় প্রায় ৫০,০০০ যানবাহন চলাচল করে।
তবে রাস্তা ভেঙ্গে চুরে ছোটখাটো খানাখন্দের কারণে রাস্তায় চলাচল করা যানবাহন গুলো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তাটির ৬ মাস আগে আবেদন কনস্ট্রাকশন আমতলা তেল পাম্পের সামনের কিছু অংশ, ভাটই বাজার ৪০০মিটার গাড়াগঞ্জ বাসস্টান্ডে ৪০০ মিটার রাস্তা নতুন করে নির্মাণ করেন। নতুন তৈরি করা রাস্তাটুকুই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। সরোজমিনে প্রতিবোদ করে দেখা যায়, রাস্তা দেখে চেনার কোন উপায় নেই যে এটি পিচঢালা একটি মহাসড়ক। রাস্তায় কাদা আর পানি ছাড়া পিস বা খুয়ার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আবার যেখানে সেখানে খোয়া পড়ে আছে দেখলে মনে হয় নতুন রাস্তা তৈরি করার জন্য হয়তো রাস্তার উপর এই খুয়া গুলো রাখা হয়েছে। আসলে এই রাস্তা নির্মাণের সময় ও সংস্কারের সময় পিচের বদলে পোড়া মবিল ও নিম্নমানের বিটুমিন ব্যবহারের কারণে রাস্তার এই বেহাল দশা। রাস্তা সংস্কার করা হয় তবে সকালে সংস্কার করলে বিকালে রাস্তাটি ভেঙ্গে আগের অবস্থায় চলে যায়। পরের দিন আর বোঝা যায়না রাস্তাটি কোথায় কিভাবে সংস্কার করা হয়েছিল। এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে ও সরকার প্রধানের কাছে আকুল আবেদন জানিয়েছে অতি দ্রুত এই রাস্তাটুকু সংস্কার করে যানবাহন চলাচল করে করার উপযোগী করে তোলার জন্য।
Leave a Reply