নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদাল এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কালাকুমা এলাকায় ভোগাই নদের ব্রীজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় কালাকুমা গ্রামের মৃত. নূর ইসলামের ছেলে বালু ব্যবসায়ী নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply