এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরব বাজার পুরাতন ক্যাম্প ঘাট এলাকার মেঘনা মসলা মিল হতে ৬০ কেজি ভেজাল মসলা সহ ৩ জনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। আটককৃতরা হলো পঞ্চবটীর মৃত সামসু মিয়ার ছেলে হাসেম মিয়া (৬০), আবুল হাসেম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২) ও আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের হুমায়ুন কবির এর স্ত্রী মোসাঃ সেরেনা বেগম। গতকাল ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০ টার সময় অভিযান চালিয়ে এসব ভেজাল মসলাসহ তাদের
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, ভৈরব বাজাররস্থ পুরাতন ক্যাম্প ঘাট এলাকার মেঘনা মসলা মিলে কতিপয় অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের বিভিন্ন প্রকার মসলা উপকরণের সাথে মানবদেহের জন্য ক্ষতিকারক রং, চালের কুড়া, পঁচা ডালের গুঁড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরী করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন দ্বয়ের নেতৃত্বে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল রাত পৌনে ৯ টার সময় ক্যাম্প ঘাট এলাকার মেঘনা মসলা মিল হতে তল্লাশী চালিয়ে ৬০ মণ ভেজাল মসলা সহ উল্লেখিত ৩ জনকে আটক করা হয়। এসময় তল্লাশি করে মরিচের গুড়া-৯৫৫ কেজি, হলুদের গুড়া-৬০০ কেজি, ধনিয়ার গুড়া-৭০৫ কেজি, ডাল-১০০ কেজি, শুকনা মরিচ-৩০ কেজি, হলুদ রং ও লাল রং-৩৩০ গ্রাম উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৫,৮২,২৫০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply