মোঃ মোস্তাকিম ত্রিশাল প্রতিদিন:
ঢাকা ময়মনসিংহ মহা সরকে যানবাহন চলাচল নির্বিঘ্ন ও সাবলীল করতে ময়মনসিংহ জেলা প্রশাসন কতৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় ২৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার। ময়মনসিংহের মাসকান্দা গ্যাস পাম্পের সম্মুখ থেকে ঢাকাগামী হাইওয়ের বাম পার্শ্ব চুরখাই বাজার অবদি অবৈধ উপদ্রব অপসারন করা হয়।
এতো চমৎকার একটা হাইওয়ের এখানে সেখানে বালু রেখে ব্যবসা করে আসছিলো কতিপয় অসাধু লোক। অনেকেই বিল্ডিং কন্সট্রাকসনের মালামাল রেখে হাইওয়ের অনেকটা অংশ দখল রেখেছিলেন। অনেকেই দোকানের খুটি, বারান্দা, চায়ের চুলা হাইওয়ের জায়গায় বানিয়ে দিব্বি চালাচ্ছিলেন বানিজ্য। একটি বারের জন্যও ভাবেন নাই যান চলাচলের অসুবিধার কথা, পথচারী পারাপারের কথা। বিশেষ করে চুরখাই বাজারে হাইওয়ের প্রায় ৮-১০ ফুট অংশই দখল করে দোকান করেছিলেন অসাধুরা। বিভিন্ন যানবাহনের চালকেরা এবং যাত্রীরা ছিলেন এর ভুক্তভোগী।
উচ্ছেদ অভিযানের সাথে হাইওয়ে আইন ১৯২৫ মোতাবেক মোবাইল কোর্ট ও পরিচালনা করা হয়। হাইওয়ের পাশের উপদ্রব সরিয়ে ফেলা হয় এবং অবৈধ দলদারীদের অর্থদন্ড প্রদান করা হয়। চুরখাই বাজারের সাধারন জনগন এমন কাজে প্রভূত উচ্ছাস প্রকাশ করেন। বিশেষ করে বাজারের মোড়টা সম্প্রসারিত করার জন্য।
হাইওয়ের ১০ মিটার আওতার মধ্যে কোন স্থাপনা অবৈধ বলে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। রোডস্ এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট ময়মনসিংহ এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বিভাগ সর্বক্ষনিক সহায়তা প্রদান করেন।
Leave a Reply