।। ভৈরবে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ৩নং সেক্টরের গ্রুপ কমান্ডার ছিদ্দিকুর রহমান সেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত। গতকাল শুক্রবার করোনা প্রাদুর্ভাবের কারণে সকল প্রকার স্ব্যস্থ্যবিধি মেনে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবার বর্গের পক্ষ থেকে তার নিজ বাড়ী সেন ভবনে সকাল থেকে খতমে কোরআন পাঠ ও বাদ জুম্মা মুক্তিযোদ্ধা যুব কমান্ড ভৈরব উপজেলা কার্যালয়ে মিলাদ মাহফিল এবং জমির উদ্দীর মুন্সী বাড়ীর জামে মসজিদে মিলাদ মাহফিল ও মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ হাজী মনু ব্যাপারী বাড়ীর জামে মসজিদে মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ।এছাড়াও গরীব- অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান সেন বাংলা টিভির ভৈরব প্রতিনিধি ও ভৈরব উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.আর.সোহেল ও চট্রগ্রাম রিজিয়নের ট্যাুরিষ্ট পুলিশ সুপার আপেল মাহমুদ এর পিতা এবং দৈনিক গৃহকোণ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি তরুণ লেখক সোহানুর রহমান(সোহান)এর শ্রদ্ধেয় দাদা। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান সেন ২০০৯সালের ২০ই নভেম্বর ভৈরবে আল শেফা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন
Leave a Reply